গোমস্তাপুরে রহনপুর কুরআনের আলোর উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

উওম কুমার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর কুরআনের আলো সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) উপজেলার রহনপুর বড় বাজার লালান মার্কেটের দ্বিতীয় তলায় রহনপুর কুরআনের আলো সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাশিয়াবাড়ী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, রহনপুর কুরআনের আলো সংগঠনের সভাপতি ডাঃ রবিউল আওয়াল, কুরআনের আলো সংগঠনের আহবায়ক নেশ মোহাম্মদ মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আফতাব উদ্দিন লালান, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ নাজমুল হুদা খান রুবেল, রহনপুর শিল্প ও বণিক সমিতি সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, বিভিন্ন মসজিদের ইমামগণসহ গন্যমান্যব্যক্তিবর্গ প্রমূখ।

শেয়ার করুন