সিলেট প্রতিনিধি:
সিলেটে এই প্রথমবার রহমতের মাস রমজানে গরীব দুস্থদের পাশে ঈদ উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের বিশিষ্ট সমাজসেবী ও সিনিয়র সাংবাদিক অরুন সরকার। বর্তমানে তিনি ইংরেজি জাতীয় দৈনিক মর্নিং গ্লোরি পত্রিকার চীফ রির্পোটার, সিলেট এর দায়িত্ব পালন করছেন। আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে নগরীর ভাটপাড়া এলাকার ৩২নং- ওয়ার্ডের চান মিয়া স্কুল সংলগ্ন বাসা প্রাঙ্গণে অর্ধশত অসহায় গরিব দুস্থদের হাতে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এরকম ব্যতিক্রমি উদ্যোগ এর আগে আর কোন হিন্দু সম্প্রদায়ের লোক পালন করতে দেখা যায়নি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেকবছর রমজান মাস আসলেই গোপনে অনেক লোককে ঈদ উপহার সামগ্রী দিয়ে থাকেন। এছাড়াও যেকোন ধরনের অনুষ্ঠান প্রোগ্রামেও সাহায্য সহযোগিতা করে থাকেন। অদূর ভবিষ্যতেও যেনো তিনি মানুষের সেবা করে যেতে পারেন দেশবাসীর কাছে সেই দোয়া ও কামনা করেন। ত্রান সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিক বৈশাখী টেলিভিশন’র ব্যুরোচীফ ছুটন সিংহ, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার’র সিলেট মহানগর প্রতিনিধি বিষু দেব নাথ, সিলেট-তামাবিল ৭০৭ শাখার পরিবহন শ্রমিক নেতা আব্দুস সালাম, স্থানীয় দৈনিক সিলেট বাণী পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ ছাড়াও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।