নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী এলাকার শ্রীমঙ্গল কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদুল ফিতরের জামাত আদায় করেছেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড, মো. আব্দুস শহীদ এমপি।
সকাল ৬টা ১৫ মিনিটে শহী ঈদগাহে নির্ধরিত প্রথম জামাতে স্থানীয় মুসল্লিদের সাথে ঈদুল ফিতরের জামাত আদায় করেন কৃষিমন্ত্রী। ঈদ জামাতে অংশ নেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুতালেব। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ কয়েক হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেন। জামাত শেষে দেশ ও জাতির কল্যান মামনা করে বিশেষ মোনাজাত করেন থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী। পরে ঈদুল ফিতরের আরও দুটি জামাত অনুষ্টিত হয় শাহী ঈদগাহ ময়দানে। জামাত শেষে শ্রীমঙ্গলস্থ মন্ত্রীর বাসভবনে মন্ত্রী দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।