আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:-
জামালপুর জেলা পুলিশের উদ্যোগে বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ” ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ ” উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ লাইন্স জামালপুর মাঠে অত্যন্ত আড়ম্বরপূর্ণ আয়োজনে আনন্দঘন পরিবেশে “ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উপলক্ষে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সভাপতিত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পুলিশ সুপার ও তার সহধর্মিণী সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রশিদ, সিনিয়র জেলা ও দায়রা জজ, জামালপুর এহসানুল হক ; শফিউর রহমান, জেলা প্রশাসক,জামালপুর ও তাঁর সহধর্মিণী; চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জামালপুর মো: মাসুদ পারভেজ; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কামরুল আলম খান; সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ; মোঃ মিজানুর রহমান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জামালপুর; মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা নির্বাচন অফিসার, জামালপুর। এছাড়াও অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ ও ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা ও তার সহধর্মিণী; জামালপুর পৌরসভার মেয়র ছানুয়ার হোসেন ছানু; সৈয়দ আতিকুর রহমান ছানা, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরসমূহের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পি থেকে শুরু করে পুলিশ সদস্যদের মধুর কন্ঠে গাওয়া গান ও সুর ধ্বনিতে এক অন্যরকম আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় সম্মানিত অতিথিবৃন্দের সাথে নিয়ে প্রাণোচ্ছ্বল এক নৈশভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথিকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ” ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন ” অনুষ্ঠানের আয়োজক ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।