নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।
শনিবার (২০ এপ্রিল) বিকেল ৪ টায় মৌলভীবাজার শ্রীমঙ্গলে গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশ গ্রহনে সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি।
তিনি আরো বলেন,বাংলাদেশের যত আর্থিক প্রতিষ্ঠান আছে ঋনদান করে তাকে, সেসব প্রতিষ্ঠানের থেকে খুবই কম সুদে ১২ টি প্রোডাক্টের উপর বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ঋণ করে থাকে। প্রতিবছরের ঋণের পরিমান এবং তাদের গ্রহক সংখ্যা বাড়ছে বলে তিনি জানান। তবে তারা সুশাসন,শুদ্ধাচার, কৌশল ও কর্মপরিকল্পনা ও প্রতিকার বিষয়ে জানতে এ ধরনের সভা, সমাবেশ ও কর্মশালা করার করার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এর মহা ব্যবস্থাপক মো.খাইরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপ মহা ব্যবস্থাপক বদিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক মো.আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স এর সিলেট ও চট্টগ্রামের জোনাল ম্যানেজার ও ঋণ গ্রহীতাগণ। এছাড়া গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, দৈনিক ইনকিলাবের আনোয়ার হোসেন জসিম ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি মো,সাইফুল ইসলাম। সবাই অংশগ্রহণ করেন, সেবা গ্রহণকারী ও সেবা প্রতাশী নাগরিক,সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও ডিইবিএমসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন: তিরিক্ত সচিব মো.আজিমুদ্দিন বিশ্বাস
শেয়ার করুন