সাংবাদিক দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে জালালাবাদ বার্তা সম্পাদকের শোক

সুদীপ দাশ, নিজস্ব প্রতিবেদক:

সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দেবাশীষ দেবুর মাতা সীমা রানী পাল আর নেই।

সোমবার (২২ এপ্রিল) রাত ৯ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সাংবাদিক দেবাশীষ দেবু নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মায়ের মৃত্যুর খবর দেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে স্বামী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

দেবাশীষ দেবু জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যম সহ সিলেটুটুডে টোয়েন্টিফোরের অন্যতম উদ্যোক্তা এবং এ অনলাইনের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সীমা রানী পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  জালালাবাদ বার্তার সম্পাদক রুহুল কুদ্দস চৌধুরী। তিনি বিদেহীর আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন