মো:ফাহিম মোল্লা,চরফ্যাসন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসনে হিট স্ট্রোকে মিরাজ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার আবু বক্করপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মতলব মিয়ার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মিরাজ হোসেন ওই ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে।রফিকুল ইসলাম জানান, তার ছেলে মিরাজ সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। বেলা ১২ টার দিকে আবু বক্করপুর ইউনিয়নের মতলব মিয়ার বাজার সংলগ্ন এলাকায় তীব্র গরমে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব কবির বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মিরাজের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, তাপমাত্রা সইতে না পেরে হিট স্ট্রোকে মিরাজ মারা গেছেন। ঘটনাটি দুঃখজনক। পারিবারিকভাবে তাকে দাফন করা হবে।