মৌলভীবাজারে নাশকতা মামলায় ১৪ নেতাকর্মীকে কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে নাশকতা মামলায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো: ফারুক উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যরা হলেন, জেলা বিএনপি সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা যুবদলে সাধারন সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলে সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস, জেলা স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব আহমেদ আহাদ, সিরাজুল ইসলাম পিরুন, নুরুল ইসলাম, এম এ নিশাদ, ওয়াহিদুর রহমান জুনেদ, আব্দুল হান্নান, রোহেল আহমেদ, মামুনুর রশিদ ও জাহেদ আহমেদ। কোট সুত্রে জানাযায়, গত জাতীয় নির্বাচনের আগে এই মামলাটি’র আসামীরা হাইকোর্টের নির্দেশে বৃহস্প্রতিবার উল্লেখিত কোর্টে হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

শেয়ার করুন