নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে শ্রীমঙ্গল ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রুপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের ছারা রোপণ করেন ছাত্রলীগ নেতা কর্মীরা। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাইদুর রহমান সুজাত, সহ সভাপতি নেছার আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ রঞ্জন দেব জুয়েল, আশিষ কাহার, ইমরান হোসেন ও শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি, আমিনুর রশীদ চৌধুরী রুমন, সাংগঠনিক সম্পাদক, মো. সাকিব হাসান, ছাত্রলীগ কর্মী শিপন আহমেদ, সৈকত আহমেদ, নহিদ আহমেদসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ রঞ্জন দেব জুয়েল জানান, বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ এবং গিনেজ বুকস অফ ওয়াল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি সফল করতে এ কর্মসূচি হাতে নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ।
তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তির লক্ষে শ্রীমঙ্গলে ছাত্রলীগের বৃক্ষরোপণ
শেয়ার করুন