নিজস্ব প্রতিনিধি:
শ্রীমঙ্গলের মেধাবী ছেলে মোহাম্মদ এনায়েত হোসেন শ্রীমঙ্গলের মেধাবী ছেলে মোহাম্মদ এনায়েত হোসেন। সে একাধারে তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রেকর্ড সৃষ্টি করেছে। এনায়েত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সফলতার সহিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে শ্রীমঙ্গল দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। তার পিতা শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন জানান,তার ছেলের চূড়ান্ত সিদ্ধান্ত ও তার ব্যক্তিগত চয়েসে সে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিএসই ডিপার্টমেন্ট-এ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই- CSE) নিয়ে পড়াশোনা করবে। তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে বলেন,ছেলের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন,শিক্ষা ক্ষেত্রে ছেলের এ অভাবনীয় সাফল্য শ্রীমঙ্গলের সবার। তিনি তার ছেলের জন্য সবার নিকট দোয়া কামনা করেন।