৫শত তৃষ্ণার্তকে জল দিল সনাতনী- ৯৫

জালালাবাদবার্তা ডটকম ডেস্ক:
মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রমের হিসেবে গ্রীস্মের খরতাপ তৃষ্ণার্ত জীবনে যোদ্ধাদের মাঝে স্যালাইন এবং সুপেয় জল বিতরণ কার্যক্রম করছে আমরা সনাতনী ৯৫।

এস এস সি ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা প্রহেলা মে শনিবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এবং মতিঝিলের শাপলা চত্বর এলাকায় এসব জল বিতরণ করেন।

এই বিতরণ কার্যক্রমে ‍উপস্থিত ছিলেন আমরা সনাতনী ৯৫ এর বন্ধু গৌরমোহন দাস, লিটন চন্দ্র পাল লিটু, টুটুল ভট্টাচার্য, অনিমেষ পাল, সুমন দেবনাথ ও সুমন দাশ।

আয়োজকরা জানান এই দুই উপজেলায় কার্য়ক্রমের প্রথম দিনে ৫শত জন মানুষের মধ্যে এ জল খাবার স্যালাইন বিতরণ করা হয়।

 

শেয়ার করুন