মহান মে দিবসে শ্রীমঙ্গলে চা শ্রমিক সমাবেশ

বিকাশ দাশ বাপ্পন, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস উপলক্ষে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) উপজেলার ভাড়াউড়া চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়
সমাবেশে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগান থেকে বাস, ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে চেপে চা শ্রমিকেরা যোগ দেন।
দুপুরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাড়াউড়া চা বাগান থেকে শুরু হয়ে মৌলভীবাজার সড়ক দিয়ে শহর প্রদক্ষিণ করে পরে আবারো ভাড়াউড়া চা বাগানে গিয়ে শেষ হয়।
বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নৃপেন পাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরাসহ চা বাগানের বিভিন্ন ভ্যালি কমিটির সভাপতিবৃন্দ।
পরে সমাবেশ শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি মাখন লাল কর্মকার এতে সভাপতিত্ব করেন।
সভায় চা শ্রমিক ইউনিয়নের প্রতিটি ভ্যালির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য দেন। সাধারণ সভায় ভ্যালি ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন।

শেয়ার করুন