নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে ২০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার চাতলগাঁও এর কুলাউড়া টু মৌলভীবাজারগামী রাস্তার মুখে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি আটক করেন। ইয়াকুব আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আটককৃত ইয়াকুব আলীকে তল্লাশী ২০০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত ইয়াকুব আলী জুড়ী উপজেলার বটলী গ্রামের আছদ্দর আলীর ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, জুড়ী থানা এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী সিএনজি যোগে ইয়াবা নিয়ে ব্রাহ্মণবাজার এলাকার দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা কুলাউড়া থানা পুলিশ চালতগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনা করি। সেখান থেকে ইয়াকুব আলী নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয় এবং সিএনজি অটোরিকসাটি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি জুড়ীর জনৈক এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।