শ্রীমঙ্গলে স্বপ্ন দাশকে চুরিকাঘাতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বিকাশ দাশ বাপ্পন,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনিরুদ্ধ দাশ স্বপ্ন এর উপর নির্যাতন ও হত্যার চেষ্টাকারী অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে সচেতন শ্রীমঙ্গলবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসম বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সমাজ সেবক প্রীতম দাশ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘হামলা আক্রমণ এভাবে হত্যার চেষ্টা, এটা তো গ্রহনযোগ্য নয়। দেশের একজন নাগরিক হিসেবে আমরা প্রত্যাশা করি আইনগত সুরাহা, ভবিষ্যতে এধরনের ঘটনা যেনো আর না ঘটে। ছেলে মেয়ে বাহিরে কোথায় যাচ্ছে, কি করছে অবিভাবকরা যেনো নজরদারিতে রাখেন। আমরা প্রশাসনের অনুরোধ জানাই, দ্রুত সময়ের মধ্যে আসামীদের ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমরা এই ঘটনার বিচার ও হত্যার চেষ্টাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত ১ মে বুধবার রাতে শহরের কলেজ সড়কে অনুরুদ্ধ দাশ স্বপ্নকে ছুরিকাঘাতে আহত করা হয়। ওইদিন রাতে স্বপ্ন ও তানভীর হোসেনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তানভীর স্বপ্নকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্বপ্নের চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।’
স্বপ্ন দাশ জানান, ‘ফেসবুকে আমি একটা স্টোরি দেই। সেই স্টোরিতে তানভীর হা.হা.. রিয়েক্ট দেয়। হা.হা.. রিয়েক্ট দেওয়া নিয়ে তার সাথে আমার তর্ক হয়। পরে সে আমাকে আমার কর্মস্থল থেকে মুঠোফোনে ডেকে নিয়ে ছুরি দিয়ে জখম করে। তানভীর শহরের কালীঘাট সড়কের ব্যবসায়ী মধু মিয়ার ছেলে।’
তাপস দাশের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন অর্জুন দাশ, রুপক দাশ, তুষার দেব, রাজেশ ভৌমিক, পরিতোষ দাশ, সমীরন দাশ, সৌরভ আদিত্য, বকুল দোষাদ প্রমুখ।

শেয়ার করুন