শ্রীমঙ্গলে কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন

বিকাশ দাশ বাপ্পন, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে রবীন্দ্র সংগীত, আবৃত্তি, নৃত্য ও আলোচনা সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি।
শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে রবীন্দ্রনাথের সিলেট আগমন-সহ সারগর্ভ বক্তব্য রাখেন সিলেট বিভাগের সর্বাধিক বইয়ের লেখক, রবীন্দ্র গবেষক, অধ্যাপক কবি নৃপেন্দ্রলাল দাশ। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা।
বর্ণাঢ্য এ আয়োজনে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন এর আবৃত্তি পরিবেশন ছাড়াও রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠনের শতাধিক শিল্পী।

 

শেয়ার করুন