মৌলভীবাজার ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন

বিকাশ দাশ বাপ্পন, শ্রীমঙ্গল।

ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৯তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে প্রশান্ত কৈরীকে সভাপতি, পিয়াস রায় প্রিন্সকে সাধারণ সম্পাদক ও সবুজ বাউরিকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১০ মে ২০২৪ রোজ শুক্রবার শহরস্থ অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলররা বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবিত নতুন জেলা কমিটি নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পাশ হয়। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।
কাউন্সিলে অধিবেশনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলার শিক্ষা সংকট নিরসনে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন