ছাতক উপজেলা নির্বাচনে ৫ চেয়ারম্যান ও ৮ ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতিক বরাদ্দ

সুদীপ দাশ, নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জনের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার,১৩ই মে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিক বরাদ্ধ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা সমর কুমার পাল।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাদাত মো: লাহিন মিয়া (সাবেক ভাইস চেয়ারম্যান) পেয়েছেন ঘোড়া প্রতিক, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ পেয়েছেন কাপ-পিরিচ প্রতিক, আওয়ামী নেতা আওলাদ আলী রেজা পেয়েছেন আনারস প্রতিক, মাহমুদ আলী মোটর সাইকেল ও আমজদ আলী হেলিকপ্টার প্রতিক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার খোকন (উড়োজাহাজ), আফজাল হোসেন (মাইক), আতাউল হক (বই), শহিদুজ্জামান (টিউবওয়েল), কাজী মাওলানা আব্দুস সামাদ (চশমা), ইজাজুল হক রনি (বৈদ্যুতিক বাল্ব), রকিব আহমদ (তালা) ও নজরুল ইসলাম (টিয়াপাখি) প্রতিক
পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লা আল মামুন বা তার কোন প্রতিনিধি উপস্থিত না থাকায় তাকে কোন প্রতিক বরাদ্ধ দেয়া হয় নি।
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গতকাল রবিবার ১২ই মে স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছেন গতবারে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান। তিনি বলেন, নির্বাচনে একই সংগঠন আওয়ামী লীগের প্রার্থী চার থেকে পাঁচজন। এমন নির্বাচনে তিনি অভ্যস্ত নন।
অপরদিকে, গতবারের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সিলেকশনে বিজয়ী হয়েছেন তিনি।  উল্লেখ্য, আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ছাতকের উপজেলা পরিষদ নির্বাচন।
শেয়ার করুন