নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ২টি প্রতিষ্টানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ মে) মৌলভীবাজার জেলার রাজনগরে অভিযানে নামেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
রাজনগর থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় চলা অভিযানে মুন্সিবাজারস্থ মোস্তফা স্টোরকে ১০ হাজার টাকা, সাজ্জাদ আইসক্রীমকে ১০ হাজার টাকাসহ ২টি প্রতিষ্টানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২ প্রতিষ্টানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা জুড়ে ভোক্তা সার্থে এমন অভিযান চলমান থাকবে।