চরফ্যাসনে মাটি ড্রেজিং করায় হুমকিতে মুজিব কিল্লা

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:

বন্যায় গবাদিপশুর সুরক্ষায় সরকারি খরচে নির্মিত চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত মুজিব কিল্লার মাটি ড্রেজিং করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। জানা গেছে চার ধাপে কিল্লার মাটি ড্রেজিং করার ফলে যেকোনো সময় ভেঙে পড়বে কিল্লাটি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় কৃষক জানান,দীর্ঘদিন ধরে ড্রেজিং এর ফলে কিল্লার এক পাশ ক্ষতিগ্রস্থ হওয়ায় কিল্লা সংলগ্ন একাধিক বসতঘর ঝুঁকিতে রয়েছে। সূত্রে জানা গেছে, জাহানপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল, ছাদেক,জাকির, ভুট্ট ও ছত্তার খন্দকারসহ ড্রেজারের মালিক কবির পাটোয়ারী একত্রিত হয়ে কিল্লাটি নির্মাণে সৃষ্ট জলাশয় থেকে ড্রেজিং করে মাটি উত্তোলন করে তা বিক্রি করছেন। এর আগেও চার ধাপে মুজিব কিল্লার পাশ থেকে এই চক্রটি কিল্লার জলাশয় ড্রেজিং করে চার লাখ টাকার মাটি বিক্রি করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে কাউকে তোয়াক্কা করছেনা এই সংঘবদ্ধ চক্রটি। মুজিব কিল্লার পাশের জলাশয় থেকে ড্রেজিং করে মাটি উত্তোলন করার বিষয়ে সত্যতা স্বীকার করে বাবুল খন্দকার জানান, কিল্লার পাশের জলাশয়টি আমাদের রেকর্ডকৃত জমি। তবে আমরা ড্রেজিং করছিনা। ড্রেজিং করছেন কবির পাটোয়ারী। তিনিই মসজিদে মাটি দেয়ার কথা বলে একলাখ টাকা নিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, জলাশয় এবং কিল্লাটি সম্পূর্ণ সরকারি সম্পদ ও স্থাপনা। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মসজিদ কমিটির টাকা ফিরিয়ে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছি। সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদ জানান, মুজিব কিল্লা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যাতে করে সরকারি সম্পদ তছরুপ করতে না পারে।

শেয়ার করুন