শ্রীমঙ্গলে হাওর এলাকা থেকে লজ্জাবতী বানর উদ্ধার


বিকাশ দাশ বাপ্পন,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কাবিল এলাকা থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার বাইক্কাবিল এলাকার একটি মৎস্য ফিসারীর পাশ থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, পেরাগন ফিশারী এর ইনচার্জ সিদ্দিকুল ইসলাম তাঁর ফিসারী এলাকায় একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে তিনি ফিসারী থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করে নিয়ে আসেন। রাতেই লজ্জাবতী বানরটিকে বন বিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শেয়ার করুন