মো:ফাহিম,চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনে অটোরিকশার চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার চরমানিকা ইউনিয়নে করিমপাড়া বাজার সংলগ্ন মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর হোসেন ওই এলাকার বাসিন্দা মৃত জালাল আখনের ছেলে। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হন নুর হোসেন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।