কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মে) রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এড. আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য প্রধান ডা: হরিপদ রায়। কৃতি শিক্ষার্থী রাফা’র পিতা সিনিয়র সাংবাদিক এম এ রকিব, উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভাপতি শামীম আক্তার হোসেন। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে শ্রীমঙ্গল সাংবাদিক পরিবারের মুখ উজ্জ্বল করেছে এ তিন শিক্ষার্থী। সংবর্ধিত শিক্ষার্থীরা হলো উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি অসীম পাল শ্যামল এর ছেলে অভিষেক পাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেলের ছেলে মো: শারাফাত ইমাম নাইম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এম এ রকিব এর মেয়ে ফারিহা সুলতানা রাফা। এ সময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তারেক ইকবাল চৌধুরী, দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, মাই টিভি’র মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, এশিয়ান টিভি’র শ্রীমঙ্গল প্রতিনিধি দেব দুলাল চক্রবর্তী, রিয়ন আহমেদ, আল ইব্রাহিম, বর্ণ চক্রবর্তী, রাসেল আহমেদ, সাখায়াত হোসেন লিমন, অর্জুন দাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে মিষ্টি মুখ করিয়ে সাংবাদিক পরিবারের ৩ কৃতি শিক্ষার্থীদের হাতে বই ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন