নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া জমিজমা সংক্রান্তের জের ধরে হামলায় আছকির মিয়া (৫৫) নিহতের ঘটনায় হত্যা মামলার প্রধান আনামিসহ ৩জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
কুলাউড়া থানা সুত্রে জানা যায়, গত ১৫ মে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা সংক্রান্তের জেরে প্রতিপক্ষের সালেক আহমদসহ কয়েকজনের হামলায় হামলায় আছকির মিয়া (৫৫) নিহত হন। এবং নিহতের ভাই আছকন মিয়া (৫০) গুরুতর আহত হয়।
এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আছকন আলী কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর থেকে আসামিদের আটক করতে পুলিশ মাঠে নামে। কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি সহায়তায় হত্যা মামলার ২ নং আসামি মিছির আলী (৫৫), ৩ নং আসামি আবুল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হন। এর আগে এ মামলার প্রধান আসামি সালেক আহমদ (২৫) বিদেশে পালাতে গেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় আটক হয়। গ্রেপ্তারের পর আনামিরা নিজের দোষ স্বীকার করেন এবং আদালতে স্বীবারোক্তিমূলক জবানবন্দি দেয়।