
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অংশগ্রহনমুলক স্কুল বাজেট প্রণয়নে নাগরিক সচেতনতামুলক টাউন হল সভা অনু্ষ্টিত হয়েছে।
শনিবার (১৮ মে) ইনস্টিটিউট অব ইনফরমেটিকস এন্ড ডেভেলপমেন্ট (আইআইডি) এর সহযোগিতায় ও এমসিডা’র (MSEDA) আয়োজনে এই টাউনহল সভা অনুষ্টিত হয়।
এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদা শারমিন জুলি, জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা চা জনগোষ্ঠী আদিবাসি ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক, কালীঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইদ্রিস আলী ও শিক্ষার্থী মো. জাহেদ হাসান প্রমুখ।