মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধি
উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ২ দিন ব্যাপী বার্ষিক পর্যালোচনা ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। ২০মে সোমবার পৌর শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে ২ দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডী, সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম, ব্যাটেল সরকার, চাইল্ড প্রটেকশন অফিসার ম্যানুয়েল বৈদ্য প্রমুখ। ২ দিন ব্যাপী কর্মশালায় গ্রাম উন্নয়ন কমিটি, সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিশু ফোরাম, ইউপি সদস্য এবং অংশীদারগণ অংশ নেন। এতে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনার মাধ্যমে বার্ষিক পর্যালোচনা ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে নানা পদক্ষেপ গ্রহনের বিষয়ে সুপারিশমালা নিয়ে কথা বলা হয়।