মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আ’লীগের সদস্য, সাবেক কৃতী ফুটবলার মোস্তফা আলম বুলু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। সোমবার বিকালে হলপাড়াস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য আইনজীবী এ্যাড. মোস্তাক আলম টুলুর বড় ভাই। মরহুমের নামাজে জানাযা ২১মে মঙ্গলবার সকাল ১১ টায় সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জেলা যুবলীগের পক্ষ থেকে এক শোক বার্তার মাধ্যমে সাবেক এ নেতার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ যুবলীগ পরিবার গভীরভাবে শোক জানিয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।