বিকাশ দাশ বাপ্পন, শ্রীমঙ্গল।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। উঁচু পাহাড় এবং চা বাগানের পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি ছড়া, খাল উপচে সমতলের দিকে ধাবিত হয়ে শহরতলীর রুপসপুর, সবুজবাগ, শাহীবাগ, সন্ধানী আবাসিক এলাকা-সহ শহরতলীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বসতভিটায় কোমর সমান পানি ঢুকে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। আগামীকাল ষষ্ট উপজেলা নির্বাচনের তৃতীয় এবং শেষ ধাপের নির্বাচন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরকম বন্যা পরিস্থিতি বহাল থাকলে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম হবে বলে ধারণা করছেন বিজ্ঞজনেরা।
শ্রীমঙ্গলে পাহাড়ি ঢলে নিম্নানচল প্লাবিত
শেয়ার করুন