ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে সুনামগঞ্জের ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরন এবং ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদ।
২৯ মে (বুধবার) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।ভোট চলাকালে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।বুধবার রাতে উপজেলা পরিষদ অডোটরিয়ামে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না।
রফিকুল ইসলাম কিরন চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকে ৪১ হাজার ১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৬৩ ভোট।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কাজী মাওলানা আব্দুস সামাদ। চশমা প্রতীকে ৪৩৮৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতক উপজেলা যুবদলের বহিস্কৃত সদস্য ইজাজুল হক রনি বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ১১৪২০ ভোট।
নির্বাচনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।