নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে ঘরের ভিতর থেকে সুমন তালুকদার (৪৩) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ৩/৪ দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে শোবার ঘরেই তাঁর মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) রাত ৮ টার দিকে শহরের গীর্জাপারাস্থ ভাড়ার বাসার কক্ষ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, নিহত যুবকের নাম সুমন তালুকদার। বয়স ৪৩ বছর। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে নিহত সুমন তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে রোমের ভিতরেই মারা যায়। কয়েকদিন ধরে সুমনের কোন খোঁজ খবর না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁর ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেছে।