ভোলার চরফ্যাসনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) সকালে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেতুয়া লঞ্চঘাটের উত্তর পাশে আয়শাবাদ গ্রামসংলগ্ন তীরবর্তী এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
চরফ্যাসন থানার পরিদর্শক সাইফুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নদীর তীরে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মরদেহটির নাম ও পরিচয় জানা যায়নি। মরদেহের পরনে প্যান্ট ও টি-শার্ট রয়েছে, যা নদীর পানিতে নষ্ট হয়ে যাওয়ায় কালার বলা যাচ্ছে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।