শ্রীমঙ্গলে কলার আড়ৎ থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার

বিকাশ দাশ বাপ্পন,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আৎ থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে শ্রীমঙ্গল নতুনবাজারস্থ একটি কলার আড়ৎ থেকে বিষধর পিট ভাইপার সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
স্বপন দেব সজল জানান, সকালে কলার আড়ৎ থেকে ফোনে খবর পেয়ে তিনি গিয়ে বিষধর পিট ভাইপার সাপটি উদ্ধার করেন। এটি কলার ছড়ির সাথে পাহাড় থেকে বাজারে চলে আসে। এর আগেও কলার আড়ৎ থেকে এ ধরণের সাপ উদ্ধার করা হয়েছে।
সজল দেব আরও জানান, উদ্ধার হওয়া সাপটি পিট ভাইপার। এটি দেখতে খুব সুন্দর। তবে এটি বিষধর সাপ। সাপের শরীর গাঢ় সবুজ রঙের। পিট ভইপার দেশের সিলেট ও চট্টগ্রামের বনে দেখা যায়। সাপটি সবুজ বোড়া সাপ নামেও পরিচিত। এরা সাধারণত লম্বায় ২ মিটারের বেশি হয়ে থাকে।

শেয়ার করুন