মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্টিত


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল দীপংকর ঘোষ এর সঞ্চলনায় কল্যাণ সভা শেষে ২০২৪ মে মাসের কর্ম মূল্যায়নে বিভিন্ন বির্ষায়ে পুরস্কার প্রাপ্তদের পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা বিনয় ভূষণ রায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এছাড়াও শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস শ্রেষ্ঠ এসআই, মৌলভীবাজার সদর ট্রাফিকের মোস্তাফিজুর রহমান শ্রেষ্ঠ সার্জেন্ট, সদর কোর্টের এসআই সিএসআই কৃষ্ণ কমল ভৌমিক, শ্রীমঙ্গল থানার এসআই নাজমুল হোসেন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও এসআই মো. কবির হোসেন শ্রীমঙ্গল কোর্ট শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন। শ্রেষ্ঠ হওয়া সকলের হাতে পুরস্কার কুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।

 

শেয়ার করুন