ভোলায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মোঃ সবুজ ভোলা সদর উপজেলা প্রতিনিধি।

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান ( বিপিএম ) ভোলা জেলা মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব মোঃ জিল্লুর রহমান ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, এর তত্ত্বাবধানে এসআই মোঃ শামীম সরদার, এসআই মোঃ রইস আহমেদ, এএসআই মোঃ হাফিজুর রহমান, এএস আই মোঃ আল- আমীন সঙ্গীয় ফোর্সসহ আজ ৭/৬/২০২৪ ইং তারিখে সকাল ৬ঃ৩০ মিঃ সময়ে আসামী মোঃ শাহজাহান (৪৬) পিতাঃ মৃত আলি হোসেন, জিন্নাহ ঘর ফকির বাড়ি, থানাঃ চরফ্যাশন জেলাঃ ভোলা কে মজুচৌধুরী টু ইলিশঘাট ভোলার সি-ট্রাক হইতে সন্দেহ হলে আটক করে আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে করে দেখা যায় তার পেটের ভিতরে ২০ টি পোটলায় মোড়ানো ৫০ পিস করে মোট ১০০০/- পিস ইয়াবা সনাক্ত করে উদ্ধার করা হয় এবং আসামিকে গ্রেফতারপূর্বক মামলার রুজু করে কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন