নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে এক কিশোর ও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জেলার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা গ্রামের জমির আলীর কিশোর সন্তান হৃদয় আহমেদ (১৩) ও পচন মিয়ার ৩য় শ্রেণী পড়–য়া শিশু সন্তান সাদি মিয়া (৮)
জানা যায়, বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে বন্যার পানিতে খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায় দুজন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে কিশোর ও শিশুর মৃত্যু
শেয়ার করুন