মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে মনুব্যারেজে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম লিমন শেখ (১২)। সে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখ এর ছেলে।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলার কনকপুর ইউনিয়নের মনু নদী লিমনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা মৌলভীবাজার সদর মডেল থানায় খবর য়ে। পরে পুলিশ এসে লিমনের মরদে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠায়। লিমনের পরিবার সুত্রে জানা যায়, গত শনিবার নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয় লিমন। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। নিহত লিমনের পিতা মো. মনির শেখ প্রধারনমন্ত্রীর দেয়া উপহার আশ্রয় প্রকল্পে বসবাস করে আসছিল।