শ্রীমঙ্গলে বজ্রপাতে নিহত ১ আহত ২


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে রাসেল আহমদ (৩৫) নামের এক গাড়ী চালকের মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
সোমবার (২৪ জুন) বিকাল ৪টার দিকে শহরতলীর শাহজিবাজার রেল ক্রসিংয়ের পাশে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি সিলেট জেলার জকিগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কবির আহমেদের ছেলে। আহতরা হলেন শাহজিবাজার এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে আব্দুস সালাম খাঁন (৫৪) ও জকিগঞ্জ পৌর এলাকার মোস্তাক আহমেদ এর নবম শ্রেণির পড়ুয়া শিক্ষার্থী সাজিদুর রহমান (১৫)। তারা সিলেটের জকিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন বলে জানা যায়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহদেও মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন