নিজস্ব প্রতিনিধি:
মৌলভবাজারের শ্রীমঙ্গলে ”প্রমোটিং সায়েন্স এডুকেশন ইন সেকেন্ডারি স্কুলস”শর্ষক প্রকল্পের আওতায় বিজাজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষে সেমিনার অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল কৃষি অফিস মিলনায়তনে মাল্টিপারপাস সোসিও ইকোনোমিক ডেভেলাপমেন্ট এসোসিয়েশন (mseda) শ্রীমঙ্গল এর আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এমসিডা প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, একাডেমিক সুপারভাইজার সঞ্জিত দাস, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাস্টার ট্রেইনার কাজল কলি ও শিক্ষার্থী আনোয়ার হোসেন ইয়াসির প্রমুখ ।এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।