নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার: শ্রীমঙ্গলে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ হুসনে আরা নামের এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাহমুদুর রহমান এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সংলগ্ন সোনারবাংলা সড়ক থেকে হুসনে বেগম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত হুসনে আরা বেগমের হেফাজত থেকে ২৮০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। গ্রেপ্তারকৃত হুসনে আরা বেগমের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামে। সে শ্রীমঙ্গল শহরের রেলওয়ে স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল বলে জানায় ডিবি।
এব্যাপারে হুসনে আরা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।