বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার রাতে বড়লেখা থানার এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বড়লেখা উপজেলার ইয়াকুবনগর এলাকা থেকে ৩ বছরের কারা সশ্রমদন্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি সাজু মিয়া (৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সাজু মিয়া ইয়াকুবনগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
বড়লেখা থানা সুত্রে জানা যায়, সাজু মিয়ার বিরুদ্ধে জিআর ১৭৩/২১ (বড়লেখা) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত আসামি সাজু মিয়াকে ২০২১ সালের ২১ অক্টোবর গাঁজাসহ বড়লেখা থানা পুলিশ আটক করেছিল। বিজ্ঞ আদালত তাকে সেই মামলায় কারাদন্ড প্রদান করেন। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মূলতবি ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বড়লেখায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার
শেয়ার করুন