বিকাশ দাশ বাপ্পন,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাক চাপায় এক নারী ও একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকেল ৬ টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন
আলিশারকুল গ্রামের কলিম উল্লাহর মেয়ে য়িারা বেগম (৪৮) ও তার বোনের মেয়ে সাবিহা (৭)
স্থানীয়রা জানান, ভূনবীর-মির্জাপুর সড়কে পিয়ারা বেগম শিশুটিকে নিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে পিছনে থাকা অন্য একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির খালা পিয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত শিশু সাবিহাকে স্থানীয়রা হাসপাতালে পাঠালে সেখানে শিশুটিও মারা যায়।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী নিহতের লাশ নিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, শ্রীমঙ্গল থানার পুলিশ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় ঘটনাস্থলে ছুটে যান। অপরাধীদের এ সড়ক দিয়ে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল বন্ধের ঘোষণা এবং ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাত ১০টায় তাদের অবরোধ তুলে নেয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, রাতেই বালুবাহী দুটি ট্রাক জব্দ করা হয়েছে। চালকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার হবে।