নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
বুধবার (৩ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সিলেট সিটির সাবেক মেয়র মো: আরিফুল হক চৌধুরী। জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমদ এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি.কে গউছ। বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্ঠা শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো: মহসীন মিয়া মধু, জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, আশিক মোশারফ, হেলু মিয়া, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন উজ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ প্রমুখ। এছাড়াও সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপির সমাবেশ
শেয়ার করুন