শ্রীমঙ্গলে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩

বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩জন আটক হয়েছে।
রোববার রাতে এএসআই নজরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর সদর ইউনিয়নের পূর্বশ্রীমঙ্গল লালবাগ এলাকা থেকে ১৪ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শাহিন মিয়া লালবাগ এলাকার মৃত আব্দুল মন্নাফের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে জিআর ১৫৩/২১ (শ্রীমঙ্গল) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ১৪ মাসের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এছাড়া শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম ও এএসআই হামিদুর রহমান অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল রুমান এবং সালাউদ্দিন নামে পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন