ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৮

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনের সাগরকূলের শিবচর এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ১৩ জন জেলেসহ ট্রলারটি ডুবে গেলে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ৮ জেলে নিখোঁজ আছেন। শুক্রবার (২ আগস্ট) দুপুরে শিবচর এলাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাসনের নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নে। ট্রলার মালিক রুবেল চৌকিদার বলেন, ‘গত ২৬ জুলাই মাছ ধরতে চরফ্যাসনের আহমেদপুর ইউনিয়নের শুকনাখালী মাছঘাট থেকে ১৩ জন জেলে আমার একটি ট্রলার নিয়ে শিবচর এলাকায় যায়। ২ আগস্ট শুক্রবার দুপুরে শিবচর থেকে ঘাটে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। তাৎক্ষণিক ট্রলারের চালক দুলালসহ ৫ জনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ৮ জন নিখোঁজ আছে।’ তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া ৫ জনের মধ্যে ৪ জনকে ঘাটে আনা হয়েছে। আর ডুবে যাওয়া ট্রলারের চালক দুলালসহ অন্যরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। নিখোঁজদের মধ্যে তাৎক্ষণিক হুমায়ুন কবির, নূর উদ্দিন ও শাহ আলমের নাম জানা গেছে।’ নিখোঁজ নূর উদ্দিনের স্বজন সাইফুল ইসলাম বলেন, ‘আমার ভগ্নিপতি নূর ও চাচাতো ভাই হুমায়ুন নিখোঁজ আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে বৈরি আবহাওয়ায় নদী উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন