»রাজনীতি»থানা-মন্দিরসহ বিভিন্ন সরকারি স্থাপনা পাহারা দেওয়ার আহ্বান মিলনের
থানা-মন্দিরসহ বিভিন্ন সরকারি স্থাপনা পাহারা দেওয়ার আহ্বান মিলনের
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
সুদীপ দাশ, নিজস্ব প্রতিবেদক:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, যেকোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্র জনতার এ বিজয় নস্যাৎ করা যাবেনা। এ বিজয় আমার দ্বিতীয় স্বাধীনতা অর্জনের সামিল। বিশৃংখলা, ভাংচুর, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কখনো কাম্য নয়। আমরা শান্তির পক্ষে।
তিনি বলেন, এ দেশ আমাদের। দেশের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে। দলীয় নেতা কর্মীদেরকে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার কথা বলেন তিনি। প্রয়োজনে থানা, মন্দির সহ বিভিন্ন সরকারি স্থাপনা পাহারা দেয়ার কথাও তিনি বলেছেন।
মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে ছাতক শহরে এক শান্তি মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।