চরফ্যাসন ও মনপুরাবাসীকে ধৈর্য্য ধরার আহবান সাবেক এমপি নাজিম উদ্দীনের

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাসন ও মনপুরা উপজেলার ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল জনগণকে ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরে বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন আলম আরো বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণ মুক্তি হয়েছে।
নাজিম উদ্দিন আলম আরও বলেন, এই বিজয় ছাত্র জনতার বিজয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের   ১৭ কোটি জনতা চুরান্ত বিজয়ের অপেক্ষায় রয়েছেন। দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে   বাংলাদেশের পুর্ব দিগন্তে নতুন সূর্যদয় হবে বলে দেশবাসীকে ধৈর্য্য ধরতে বলেন। এর আগে হেলিকপ্টার যোগে চরফ্যাসন টি,বি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরন করলে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচছা জানান তাকে।
সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমীর মালতিয়া,সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি মীর সায়েদ ও যুবদল নেতা রিয়াদ শিকদার, ফজলে রাব্বি, ছাত্রদল সভাপতি আলী মালতিয়া প্রমুখ। এছাড়াও চরফ্যাসন উপজেলার ২১ ইউনিয়নের সর্ব সাধারণ সমাবেশে অংশ গ্রহণ করেন।
শেয়ার করুন