মোঃফাহিম, চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:
সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে শহরের কে-জাহান মার্কেটের সামনে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসম বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ধনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী, ফেনী জয়নাল হাজারী কলেজের গনিত প্রভাষক এবং জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মুহাম্মাদ মাহাদী হাসান, ভোলা বার এর আইনজীবী এ্যাড. আদিল মাহমুদ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ টিপু সুলতান, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফুল আলম, ইকরা স্কুল আ্যন্ড মাদরাসা ভোলার পরিচালক আলহাজ্ব মাওলানা ইসরাফিল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক। জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম মানববন্ধনে সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন অভিভাবকবৃন্দ।