মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কাকিয়ায় বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ সালাউদ্দিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। সভায় অভিভাবক সদস্য থেকে শিক্ষানুরাগী হিসেবে বাদশা মিয়া ও কাজলকে সদস্যদের সম্মতিতে শিক্ষানুরাগী হিসেবে মনোনীত করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দীকি, শিক্ষক প্রতিনিধি থেকে মাওলানা মিজানুর রহমান মিজান, শাহিনা আক্তার, স্বপনা মজুমদার, অভিভাবক সদস্য থেকে মিজানুর রহমান মিজান, জহিরুল ইসলাম মুন্না, আনোয়ারুল, ইসলাম খাঁন, রুমন, পাবেল ও জাবদ আহমদ উপস্থিত ছিলন।
সভায় বিবিধ আলোচনায় বিদ্যালয়ের নির্মাণাধীন গেইটে টাইলস লাগানো ও বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি ও নতুন কমিটি অনুমোদনের পর এক মাসের ভেতর মিটিং আয়োজন এবং শিক্ষানুরাগী নির্বাচিত করার বাধ্যবাকতা থাকায় আজকের এ সভা আয়াজন করা হয়।
শ্রীমঙ্গল কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটর সভা
শেয়ার করুন