শ্রীমঙ্গলে ফ্রেস ওয়াটার নেটওয়ার্ক অ্যাকশন বিষয়ে বিভিন্ন কমিউনিটির সাথে সমন্বয় সভা


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘রাইজিং ফর রাইটস ফর স্ট্রেংদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক টু এ্যাচিভ এসডিজি ৬ এর আওতায় ফ্রেস ওয়াটার নেটওয়ার্ক অ্যাকশন বিষয়ে বিভিন্ন কমিউনিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের টি ভ্যালী পার্টি সেন্টারে ম্যাক বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং ফ্রেশ ওয়াটার নেটওয়ার্ক অ্যাকশন সাউথ এশিয়া ( ফানসা-বিডি, সেক্রেটারিয়েট, এসকেএস ফাউণ্ডেশন) এর সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

সমন্বয় সভায় প্রকল্পের উদ্দ্যেশ্য ও লক্ষ্য নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মো. আরমান খান।

সমন্বয় সভায় প্রকৌশলী, কাউন্সিলর, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, কমিউনিটি নেতা, উন্নয়ন কর্মকর্তাসহ প্রায় ৩০ জন অংশগ্রহন করেন।

শেয়ার করুন