চরফ্যাসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা

মোঃ ফাহিম, চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোলার চরফ্যাসনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১০ পরিবারে নগদ ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার কেরামতগঞ্জ, নজরুল নগর, দুলারহাট, জাহানপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে আমিরে জামায়াতের পক্ষে থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহাবুব জুবায়ের।

এসময় আরোও উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাজি, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ, চরফ্যাসন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন এবং স্থানীয় জামায়াতের নেতা-কর্মী ও শহিদদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

চরফ্যাসনে যেসব শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে তারা হলেন- ১) পূর্ব মাদ্রাজের কেরামতগঞ্জ ৭নং ওয়ার্ডের রাকিব মোল্লা, পিতা-আবুল হাশেম মোল্লা। ২) জাহানপুর ৯নং ওয়ার্ডের মোহাম্মদ ফজলে রাব্বি, পিতা-মোঃ সেলিম। ৩) জাহানপুর ৮নং ওয়ার্ডের মোহাম্মদ ফজলু, পিতা-আমিনুল হক। ৪) রসুলপুরের ভাষানচর ৪নং ওয়ার্ডের মোঃ মনির হোসেন, পিতা-জাহের হাওলাদার। ৫) নজরুল নগর ইউনিয়নের চর আর কলমী এলাকার ৪নং ওয়ার্ডের মোঃ হাসনাইন, পিতা-মোঃ আলমগীর। ৬) চর নুরুল আমিনের মুন্সিরহাট এলাকার মোহাম্মদ হোসেন, পিতা-মোঃ জাফর। ৭) ওসমানগঞ্জ এলাকার সৈয়দ পাটোয়ারী বাড়ি মোঃ সিয়াম, পিতা-জিয়া পাটোয়ারী। ৮) নুরাবাদের ২নং ওয়ার্ডের মোঃ ওমর ফারুক, পিতা-মিলন খান। ৯) আহাম্মদপুর ৫নং ওয়ার্ডের মোঃ হাবিব, পিতা-আঃ রব ফরাজী। ১০) নজরুল নগর ইউনিয়নের চর আর কলমী এলাকার ৪নং ওয়ার্ডের মোঃ মোমিন, পিতা-মোঃ বাবুল।

 

Fahimmolla/Sudipdash/jalalabadbartanews

শেয়ার করুন