৩৩ ঘন্টা পর উদ্ধার হল প্রবল স্রোতে ভেসে যাওয়া রাজনগরের হৃদয়ের মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে মাছ শিকার করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যাওয়া সাদিক হোসেন হৃদয়য়ের মরদেহ ৩৩ ঘন্টা পর মনুনদী থেকে উদ্ধার করেছে রাজনগর ফায়ার সার্ভিস। নিহত হৃদয় (১৯) রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের সোনাহর মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে সাদিক হোসেন হৃদয় রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে বন্যার পানিতে মাছ শিকার করতে গিয়ে বানের স্রোতে ভেসে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে অনেক খোঁজাখুঁজি করে হৃদয়কে উদ্ধারে ব্যর্থ হয়। শুক্রবারও অনেক খোঁজাখুঁজি করা হয় হৃদয়কে। পরে আজ শনিবার ২৪ আগস্ট সকাল ৬টায় ফায়ার সার্ভিস কর্মীরা ময়নার দোকান এলাকার মনুনদী থেকে হৃদয়ের মরদে উদ্ধার করতে সক্ষম হয়।
রাজনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন